চট্টগ্রামে ডেঙ্গু রোগীর নতুন রেকর্ড
চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ক্রমাগতভাবে বাড়তে থাকা সংক্রমণে এবার বড় লাফ। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ১১৮ জন রোগী। যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এর আগে, গত ১০ জুলাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ে। সেদিন ডেঙ্গুতে আক্রান্ত হয় ১১১ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১৯ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ১১৮ জন রোগী। এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য থাকায় মৃতের সংখ্যা ২০ জনেই অপরিবর্তিত রয়েছে।
এদিকে, নতুন করে শনাক্ত হওয়া ১১৮ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন আছেন। বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ৫৪ জন চিকিৎসাধীন আছেন।