চট্টগ্রাম জেলায় বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। এরই মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের ।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ৯ সেপ্টেম্বর শাকিলা আক্তার (২৬) এবং ৭ সেপ্টেম্বর শান্তা সর্দার ভর্তি হন। তবে ডেঙ্গুর মারাত্বক থাবায় হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এনিয়ে চলতি সেপ্টেম্বরে একে একে মারা যান ৪ জন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও ১২ জন ডেঙ্গু রোগী ।
চলতি বছর চট্টগ্রাম মহানগরীতে ৩৯২ এবং উপজেলায় ৩২২ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৯ জন মারা যায়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টি না হওয়ায় বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। মুষলধারে বৃষ্টি হলে এডিস মশার ডিম ভেসে গিয়ে ডেঙ্গুর প্রকোপ কমে যেত। তবে মুষলধারে বৃষ্টি না পড়ায় বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমা হয়। এই ক্ষেত্রে তিনি বাড়ির আশেপাশে জমে থাকা বদ্ধ পানি নিঃস্কাশনের ব্যবস্থা এবং ঝোপ জঙ্গল পরিস্কার রাখার পরামর্শ দিয়ে আতংকিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।
এছাড়াও আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার উপদেশ দেন। ডেঙ্গু আক্রান্ত হলে শুধু রাতে নয়, দিনের বেলায়ও মশারি ব্যবহারের পরামর্শ দেন সিভিল সার্জন। তিনি ডেঙ্গু বিষয়ে এলাকায় এলাকায় গিয়ে স্বাস্থ্য সহকারীদের সচেতন করার নির্দেশনা দেন।