চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চট্টগ্রামে শুরু হয়েছে ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিজেকেএস, ইউসিবি ও পোলার আইসক্রিম’র পৃষ্ঠপোষকতায় শনিবার (২২ জুলাই) চট্টগ্রামের রাইফেলস ক্লাবে সকাল ১১.৩০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। উদ্বোধক ছিলেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সিজেকেএস টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি খন্দকার হোসেন মুনির (সুমন)। অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্পন্সর
প্রতিষ্ঠান পোলার আইসক্রীম এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মহিউদ্দিন চৌধুরী, সিজেকেএস সহ সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী ও এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২টি দল ১৬টি দলগত ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়।