চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু কাল

চট্টগ্রামে শনিবার (২২ জুলাই) শুরু হচ্ছে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।  বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রাম রাইফেলস ক্লাবে এই প্রতিযোগিতা চলবে ২৯ জুলাই পর্যন্ত।

সকাল সাড়ে ১১টার উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।  উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।  বিশেষ অতিথি থাকবেন সিজেকেএস সভাপতি, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ, ২৮টি জেলা, তিনটি সার্ভিসেস ও একটি বিশ্ববিদ্যালয় দলের মোট ২৩০ জন খেলোয়াড় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে।  এর মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন ও বালিকা ২৮ জন।  প্রতিযোগিতা হবে পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক ইভেন্টে।