চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শনিবার

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ চট্টগ্রামের রাইফেলস ক্লাবে শুরু হচ্ছে শনিবার (২২ জুলাই)।.

ওইদিন সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।  উদ্বোধন করবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।  টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস সহ-সভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।

এতে জানা যায় এই চ্যাম্পিয়নশিপে ৩টি সার্ভিসেস দল,  ১টি বিশ্ববিদ্যালয়, ৫টি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ২৮টি জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ৩৭টি দলের ২৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।  পাঁচটি বিভাগ হচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট।  সার্ভিসেস দল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  আর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে।  মোট ২৩০ জন খেলোয়াড় ৩৯তম জাতীয় চ্যাম্পিয়নশিপ অংশ নিচ্ছে। এর মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন ও বালিকা ২৮ জন।

প্রতিযোগিতা হবে পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক ইভেন্টে।

চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য বাজেট  ধরা হয়েছে ৩১  লক্ষ ৬৫ হাজার ৫০ টাকা।  যার ২২ লক্ষ ৬৫ হাজার ৫০ টাকা বহন করবেন সিজেকেএস এর পক্ষে সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।  এবং অবশিষ্টের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান ইউসিবি ৫ লক্ষ এবং পোলার আইসক্রীম ৪ লক্ষ টাকা বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনকে প্রদান করবেন।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য রোটারিয়ান আফিস আহমেদ মৃধা ও সাইফুল আলম বাপ্পি, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান প্রমুখ।