চট্টগ্রামের ষোলশহর এলাকায় ফেরদৌস কমপ্লেক্স নামের একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনটি যে কোনো মূহুর্তে ধ্বসে পড়ার আশংকায় সেখানে থাকা লোকজন ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে। ভবনের নিচতলায় ঠিকাদার প্রতিষ্ঠান, দ্বিতীয় তলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তৃতীয় তলায় একটি আইটি ফার্ম ও চতুর্থ তলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের কার্যালয় রয়েছে।
ফায়ার সার্ভিস বায়েজিদ স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, ‘ফেরদৌস কমপ্লেক্স নামের ভবনটিতে নিচে কিছু দোকান ও ওপরে বেশ কয়েকটি অফিস ছিল। সিটি করপোরেশন খালের ড্রেজিং কাজ করতে গিয়ে হয়তবা ভবনের পাইলিংয়ে ফাটল ধরেছে। তাই আংশিক হেলে পড়েছে। ভবনটি হেলে পড়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ইতোমধ্যে ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।’
ভবনের মালিক বাপ্পি আহমেদ বলেন, এটা আমাদের পারিবারিক ভবন। ১৯৮৬ সালে নকশা অনুমোদন নেওয়া হয়েছিল। সোয়া দুই কাঠার ওপর চারতলা ভবন নির্মাণ করা হয়েছিল ১৯৯০ সালে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য তাদের ভবনের একাংশ ১০ দিন আগে ভেঙে ফেলা হয়েছে। ফলে আজ সকালে ভবনটি একপাশে হেলে পড়ে। আপাতত লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।