চট্টগ্রাম নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনের একটি পাইপে আগুন লেগেছে।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় মা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের সময় পাইপটি ফেটে যায়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মহাব্যবস্থাপক মো. শরিফুল আজম খান বলেন, এক্সপ্রেসওয়ের র্যাম্প কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেছে।
এদিকে কেইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ৩০ মিনিট চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
কেইপিজেডের ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান মামুন বলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনকে প্রথমে জানানো হয়েছিল। তাদের আসতে দেরি হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে একটু বেগ পেতে হয়েছে। তবে শঙ্কার কোন কারণ নেই।