চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস খো খো লিগ আগামী ৪ জুলাই এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। বুধবার (২১ জুন) এই নিয়ে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে বলা হয় লিগে অংশগ্রহণকারী ক্লাবসমূহকে সিজেকেএস হিসাব বিভাগ হতে প্রতি খেলোয়াড় ৫০ টাকা হিসেবে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি সংযুক্ত করত ১২ জন স্থানীয় খেলোয়াড়ের মধ্যে কমপক্ষে ৯ জন খেলোয়াড়ের রেজিস্ট্র্রেশন ফরম আগামী ২ জুুলাই রাত ৮ টার মধ্যে অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রতি দলে চট্টগ্রাম জেলার বাইরের ৩ জন কোটার খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে।