চট্টগ্রামে খো-খো লিগে রাইফেল ক্লাব চ্যাম্পিয়ন
সিজেকেএস খো খো লিগের ফাইনাল খেলায় বৃহস্পতিবার (৭ জুলাই) চট্টগ্রাম রাইফেল ক্লাব ১৮-৮ পয়েন্টে শতদল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
সিজেকেএস খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সিজেকেএস সহ- সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ কে এম এহসানুল হায়দার চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।