চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছে।
সোমবার (৮ মে) রাতে এই ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন হলেন মোহাম্মদ মাসুম (৩০) ও মোহাম্মদ সজীব (২০)। নিহত মো. সজীব স্থানীয় মো. গিয়াস উদ্দিনের ছেলে। মায়ের নাম সামছুন নাহার। তিনি পেশায় অটো রিকশা চালক। অপরজন হচ্ছে মো. মাসুম, পিতা মো. এবাদুর রহমান। তিনি পেশায় ব্যাটারির মিস্ত্রি। তারা পাহাড়তলীর ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, এক তরুণ ও তরুণীকে নিয়ে তার বন্ধুদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসে উভয়পক্ষ। সেখানে বিরোধ মিটমাটের সময় বাকবিতন্ডা থেকে একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। পরে এক পর্যায়ে মাসুম ও সবুজকে পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সাগর নামে একজন ছুরিকাহত দুজনকে হাসপাতালে আনেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাগর নিজেকে তাদের বন্ধু বলে পরিচয় দেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ জানার চেষ্টা চলছে। আমাদের পুলিশের একটি দল জড়িতদের ধরতে কাজ করছে।