চট্টগ্রামে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই ধর্ষক গ্রেফতার

সী-বিচে বেড়াতে নিয়ে গিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতারকৃতরা হচ্ছে,মো. ইব্রাহিম(২৬) ও  মো. সাকিব।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর হালিশহরের নাথ পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতার ইব্রাহিম  নোয়াখালীর সুবর্ণচর এলাকার আবুল কাসেমের ছেলে। সাকিব নোয়াখালীর বসুরহাট থানার চরকলমী গ্রামের আবুল কাসেমেল ছেলে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) নূরুল আবছার জানান, ভিকটিম কিশোরী হালিশহেরে একটি গার্মেন্টেসে চাকরি করে। আসামী ইব্রাহিম সিএনজি চালায়।  পূর্বের পরিচয়ের সূত্র ধরে ২৫ জানুয়ারি  ভিকটিমকে বেড়ানোর কথা বলে সী-বিচে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়।  সেখানে আগে থেকে থাকা আরেক আসামী সাকিবসহ  জোর করে ওই কিশোরীকে ধর্ষণ করে।  এ ঘটনায়  কিশোরীর চাচা র‌্যাব-৭ এ অভিযোগ দায়ের করে।  বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে দুই আসামী স্বীকার করেছে, তারা ওই কিশোরীকে ধর্ষণ করেছে।  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় গ্রেফতার দুই আসামীকে হস্তান্তর করার হয়েছে।