বুধবার (৫ জুলাই) বাংলাদেশ ও সফরকারি আফগানিস্তানের ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৮ ও ১১ জুলাই ২য় ও ৩য় ওয়ানডে হবে একই ভেন্যুতে। এই ম্যাচগুলো সামনে রেখে ইতিমধ্যে বিসিবি টিকেটের দাম ঘোষণা করেছে।
সোমবার (৩ জুলাই)থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম এবং সাগরিকার বিটাক মোড়স্থ কাউন্টারে টিকিট পাওয়া যাবে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টিকেট বিক্রয় করা হবে।
টিকেটের মূল্য হল- গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, রুফটপ হসপিটালিটি ১৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা এবং ওয়েস্টার্ন গ্যালারি ২০০ টাকা।