চট্টগ্রামে একাডেমি কাপ টুর্নামেন্টের মতবিনিময় ১২ জুলাই

চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত সিডিএফএ একাডেমি কাপ টুর্নামেন্ট শীঘ্রই শুরু হবে।  এতে অংশগ্রহণকারী দলসমূহের  সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে সিডিএফর নির্বাহী কমিটির মধ্যে এক মতবিনিময় সভা বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭.৩০টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণকারী একাডেমিসমূহ যথাক্রমে- পটিয়া ফুটবল একাডেমি, আবদুস সোবহান ফুটবল দল, এ প্লাস ফুটবল একাডেমি, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি, পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমি, শিকলবাহা স্পোর্টস একাডেমি, মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি, কুয়াইশ স্পায়ার, আনোয়ারা ফুটবল একাডেমি’র সমূহের সভাপতি/সাধারণ সম্পাদকদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।