চট্টগ্রামে আগুনে পুড়ে একজনের মৃত্যু

নগরীর আন্দরকিল্লা এলাকায় সমবায় মার্কেটে আগুনের ঘটনায় মো. ইদ্রিস (৫০) নামে একজন মারা গেছেন । মঙ্গলবার মধ্যরাতে সিরাজুদ্দৌলা রোডের সমবায় মার্কেটের ওয়েল্ডিং কারখানা ও কেমিক্যাল দোকানে এ আগুনের ঘটনা ঘটে।

নিহত  ইদ্রিস  ওই মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদ মেশিনের দোকান কাজ করতেন।   তিনি রাউজানের উরকিরচর এলাকার মৃত নুর হোসেনে ছেলে ও বিচারপতি মাহামুদুল হকের ছোট ভাই।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, আগুন লাগার সময় আলম ইঞ্জিনিয়ারিংয়ে আটকা পড়েন মোহাম্মদ ইদ্রিস।  আগুন নিয়ন্ত্রণে আসলে আলম ইঞ্জিনিয়ারিং নামের লেদ মেশিনের দোকান থেকে মোহম্মদ ইদ্রিসের মরদেহ উদ্ধার করা হয়।  অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি টাকার মালামাল।

তিনি জানান, মঙ্গলবার রাতে আন্দরকিল্লাস্থ টিন শেডের একতলা সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ৷  এসময় আশপাশের ৩/৪ টা প্রিন্টিং ও প্রেসের দোকানসহ পাশের তিন তলা বিল্ডিংয়ের এবি সার্জিক্যাল স্টোরে কেমিক্যাল মজুদ থাকায় সেখানেও আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।  ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এবি সার্জিক্যাল নামের দোকানে কেমিক্যাল মজুত থাকায় আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।  পরে আগুন নিয়ন্ত্রণে এলেও সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর বলে জানান তিনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, মঙ্গলবার মধ্য রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।  বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।