চট্টগ্রামে আগুনে দগ্ধ মা ও দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ মা ও দুই সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের মাস্টার রাজীব দে জানিয়েছেন।

মৃত তিনজন হলেন- নুরনাহার বেগম (৩০) এবং তিন বছর বয়সী মেয়ে ফারিজা আক্তার ও এক বছর বয়সী ছেলে মারুফ (১)। এ ঘটনায় আরও একজন দগ্ধ হলেন মো. ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চমেক হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধ তিনজনেরই শরীরের প্রায় ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, পুলিশ তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সকালে এক শিশুর মৃত্যু হয়। পরে দুপুরে মৃত্যু হয় মা ও আরেক শিশুর।