চট্টগ্রামের খালে ‍দুই শিশু নিখোঁজ : এক জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের খালে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১২ জুন) সকালে রাজাখালি খালের ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা মরদেহটি উদ্ধার করে। উদ্ধার শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে খালে ককশিট নিয়ে খেলা করার সময় দুই শিশু ডুবে যায়। ঘটনা জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুদের উদ্ধারে কাজ শুরু করে।

 

বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. নোমান জানান, নিখোঁজ এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আরেক শিশুকে উদ্ধারে কাজ চলছে। যে শিশুটি নিখোঁজ ছিলো তার মরদেহ সকালে ভেসে ওঠে। তবে এখনও পরিচয় নিশ্চিত হতে পারিনি। মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।