চট্টগ্রামের খালে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১২ জুন) সকালে রাজাখালি খালের ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা মরদেহটি উদ্ধার করে। উদ্ধার শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. নোমান জানান, নিখোঁজ এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আরেক শিশুকে উদ্ধারে কাজ চলছে। যে শিশুটি নিখোঁজ ছিলো তার মরদেহ সকালে ভেসে ওঠে। তবে এখনও পরিচয় নিশ্চিত হতে পারিনি। মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।