চকবাজারের হার্ডওয়্যার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।  তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।  এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও দোকানিদের।  তারা জানান, হার্ডওয়্যারের কয়েকটি দোকানে লাগা আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায়।  দোকানে আলকাতরার ড্রাম থাকায় এটা হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে হার্ডওয়্যার মার্কেটে আগুন লাগে।  আগুন নিয়ন্ত্রণে প্রথমে একটি ইউনিট পাঠানো হয়।  পরে আগুনের ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে লালবাগ, সদরঘাট ও পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের নয়টি ইউনিট সেখানে যায়।  ১০টি ইউনিট কাজ করে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।