ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। রোববার (২৩ অক্টোবর ) এক বিবৃতিতে তিনি নগরবাসীর প্রতি এ অনুরোধ জানান।
সুজন বলেন, বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি যেকোন মুহূর্তে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে মর্মে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই উপকূলীয় এলাকার জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। ইতিমধ্যে সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।
বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার অনুরোধ জানান তিনি। সাথে সাথে শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের আগেভাগে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার আহবান সুজনের। এছাড়া আশ্রয়কেন্দ্রে আসার পূর্বে টর্চ লাইট, মোমবাতি, দিয়াশলাই, যতটুকু সম্ভব শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সঙ্গে নেওয়ার পরামর্শ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এ প্রশাসক।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার সাথে সাথে উপকূলের নিচু এলাকা প্লাবিত হতে পারে তাই নিজেদের জান-মাল রক্ষার্থে দেরি না করে আশ্রয়কেন্দ্রে অবস্থান গ্রহণ করা উচিত। পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী স্বাভাবিক জীবন ধারা ব্যহত হওয়ার শংকা থাকে বিধায় মানসিক প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান সুজন।