গ্রাসকোর্টের রাজা আলকারাজ

জকোভিচকে হাতছানি দিয়ে ডাকছিলো রেকর্ড।  কিন্তু উইম্বলডনের ফাইনালে কার্লেস আলকারাজের কাছে হেরে সে আশা অপূর্ণ-ই থেকে গেল।  সেন্টার কোর্টে রোববার (১৬ জুলাই) ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে ফেভারিট জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি জিতেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আলকারাজ।

প্রথম সেটে বাজেভাবে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে টাইব্রেকারে জয়ে পেয়েছেন ছন্দ।  এরপর তৃতীয় সেট জিতেছেন সহজে।  চতুর্থ সেট জিতে জোকোভিচ সমতায় ফিরলেও শেষ সেটে আর কুলিয়ে উঠতে পারেননি ২০ বছর বয়সী তরুনের সঙ্গে।

উল্লেখ্য পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েছেন সার্বিয়ার টেনিস তারকা জোকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতে জোকোভিচের চোখ ছিল উইম্বলডনের ট্রফির দিকে।  উইম্বলডনে রেকর্ড ৭বার ট্রফি জয়ের অতীত আছে বলেই এবারও ছিলেন ঘাসের কোর্টে ফেভারিট।  ফেভারিট হয়েই শুরু করেছিলেন।

উইম্বলডনের ফাইনালেও তিনি ছিলেন পরিষ্কার ফেভারিট।  উইম্বলডনের সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ ফাইনালের আগে এখানে জিতেছেন টানা ৩৪ ম্যাচ।  সেন্টার কোর্টটাকে নিজের করে ফেলেছিলেন টানা ৪৪ ম্যাচ জিতে।

রোববার জিতলে ৩৬ বছর বয়সী জোকোভিচের টেনিস ইতিহাসে সূচিত হতো আর একটি অধ্যায়।  নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের রেকর্ড স্পর্শ করতে পারতেন।  তবে ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ে বাড়লো তার  অপেক্ষা।

গত বছর ইউএস ওপেনের ট্রফি জিতে হৈ চৈ ফেলে দিয়েছিলেন ১৯ বছর বয়সী কার্লেস আলকারা ।  ওই সাফল্যে সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে ছেলেদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন এই স্প্যানিশ।

সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে জোকোভিচের কাছে হারের কষ্টটা রেখেছিলেন পুষে।  ফাইনালে অসাধারণ জয়ে উইম্বলডনের ট্রফি জিতেছেন ২০ বছর বয়সী কার্লোস আলকারাজ।