ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের বাসায় শুক্রবার (৮ মার্চ) অগ্নিকান্ডে অন্তত ২৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চেয়ারম্যানের বাসায় আগুন লাগে। এ সময় বাসায় কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা আইপিএস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় লোকজন ও গৌরীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানিয়েছেন, অগ্নিকান্ডের সময় বাসায় কেউ ছিলেন না। আগুনে বাসার ভবন, আসবাবপত্র, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ অন্তত ২৩ লাখ টাকা হবে।