ময়মনসিংহের গৌরীপুরে বৈদ্যুতিক মটারের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয় ৭ বছরের কন্যা শিশু হৃদিমনি। এ সময় তার বাবা শফিকুল ইসলাম (৪০) মেয়েকে বাঁচাতে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। পরে বাবা-মেয়ে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে বুধবার (২৭ ডিসেম্বর) পড়ন্ত বিকেলে। প্রতিবেশি ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে পুকুরে সেচ দিচ্ছিলেন শফিকুল ইসলাম। এসময় তার শিশু কন্যা হৃদিমনি মটারের বিদ্যুতিক তার স্পর্শ করলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। সাথে সাথেই বাবা শফিকুল শিশু কন্যাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় প্রতিবেশিরা বাবা-মেয়েকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই ঘোষণা করেন। হৃদিমনি স্থানীয় ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বিনতে মজিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। স্থানীয় মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক বলেন, মেয়েকে বাঁচাতে যাওয়া বাবা শফিকুল ইসলাম বাকপ্রতিবন্ধী ছিলেন। বাবা-মেয়ের খুইব দুঃখজনক।