গোমতী নদীতে শেখ রাসেল জাতীয় সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
কুমিল্লার গোমতী নদীতে সম্পন্ন হয়েছে শেখ রাসেল ১৯তম জাতীয় ১০ কিলোমিটার পুরুষ ও ৮ কিলোমিটার মেয়েদের দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর থেকে শুরু হয়ে দেবিদ্বারে গিয়ে শেষ হয় সাঁতার প্রতিযোগিতা।
বুধবার (১৪ জুন) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষদের ১০ কিলোমিটারে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এক ঘণ্টা ৩৯.৪৫ সেকেন্ডে প্রথম, নৌবাহিনীর পলাশ চৌধুরী এক ঘণ্টা ৪০.১০ সেকেন্ডে দ্বিতীয় এবং সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ এক ঘণ্টা ৪৪.২৭ সেকেন্ডে তৃতীয় হন।
মেয়েদের ৮ কিলোমিটারে নৌবাহিনীর সোনিয়া আক্তার এক ঘণ্টা ১৩.২০ সেকেন্ডে প্রথম, একই দলের সুরাইয়া আক্তার এক ঘণ্টা ১৪.৪৫ সেকেন্ডে রুপা ও সেনাবাহিনীর মুক্তি খাতুন এক ঘণ্টা ১৮.০৫ সেকেন্ডে তৃতীয় হন।
সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পদক, সনদ ও প্রাইজমানি পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান ও সাঁতার ফেডারেশনের সভাপতি এডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার ও নৌ ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের সাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, ফেডারেশনের সাধারণ এমবি সাইফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।