২০২৫ সালের ১৮ নভেম্বর, আওয়ামী লীগের ডাকা ‘সারা দেশে কমপ্লিট শাটডাউন’-এর ডাকের মধ্যেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জনজীবন ছিল একেবারে স্বাভাবিক । মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ১৭ তারিখের ফাঁসির রায় ও আরও একটি মামলার সাজা কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা থাকলেও, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নজরদারিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে থেকেই বাস, অটোরিকশা, ভ্যান, রিকশা ও প্রাইভেট যানবাহন স্বাভাবিক চলাচল করেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, দোকান,অফিস, ও ব্যাংক যথারীতি খোলা ছিল এবং সকল কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করে বলেন, “সারাদিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার নিজেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে দিন কাটিয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক ছিল, যাতে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সকলকে ধন্যবাদ জানাই যারা সহযোগিতা করেছেন।” টুঙ্গিপাড়াবাসীর সচেতনতা ও প্রশাসনের কড়া নজরদারিতে দিনটি পার হয় শান্তিপূর্ণভাবে।