গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে চরমানিকদাহ গ্রামের কাজির বাজার এলাকায় নেশার টাকা চাওয়াকে কেন্দ্র কওে ছেলের হাতে পিতা খুন হয়েছে। শনিবার (১৩ মে) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পিতা ইসমাইল কাজীর কাছে তার মেজো ছেলে আলিম কাজী টাকা চায়। ছেলে নেশা করে ভেবে ছেলেকে টাকা দিবে না জানালে, পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে পিতার গলায় কোপ দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন পিতা ইসমাইল কাজী।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর ছেলে আলিম কাজী পলাতক রয়েছে। পরিবারের সূত্রে জানা যায়, আলিম কাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক আলীম কাজীকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।