গুজরাটে ঝুলন্ত সেতু ভাঙার ঘটনায় নিহত বেড়ে ১৪১

গুজরাটের মোরবি জেলায় শতাব্দীপ্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে অন্ততঃ ১৪১-এ দাঁড়িয়েছে।  ১৭৭ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে।  উদ্ধারকাজ এখনও চলছে।

ভারতের গণমাধ্যমগুলো জানায়, মোরবি জেলার মাচ্চু নদীর ওপর ঝুলন্ত সেতু রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ ভেঙে পড়ে।  ঘটনাস্থলে গিয়ে বিপর্যয় মোকাবেলা বাহিনী ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে।  হতাহতদের বেশিরভাগই পর্যটক।

সরকারি টেন্ডারের মাধ্যমে ১৫ বছরের জন্য সেতুটি রক্ষণাবেক্ষণের কাজ পায় ওরেভা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।  রক্ষণাবেক্ষণের জন্য সাত মাস ধরে বন্ধ ছিল সেতুটি।  গত ২৬ অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি।  এরপরই ঘটল এই বিপর্যয়।  ফিটনেস সনদ ছাড়াই সেতুটি পুনরায় চালু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ অক্টোবর) এক ভিডিওতে শতাধিক মানুষকে ওই সেতুতে লাফালাফি করতে দেখা যায়।  সে সময় সেতুটি বেশ বিপজ্জনকভাবে দুলছিল। রোববার ঘটনার সময় অন্ততঃ সাড়ে পাঁচশ’ মানুষ ছিল সেতুটিতে।  তারা ছট পূজার রীতি পালনের জন্য সেখানে জড়ো হয়েছিলেন।

গুজরাট রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি অর্থ সহায়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন।