বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৫০ নেতা-কর্মীর বিচার শুরু

চট্টগ্রামে গাড়ি পোঁড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামিরা প্রত্যেকে বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। আসামিদের সবার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৮ মার্চ এই মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।  এ ছাড়া মারা যাওয়ায় মো. ইউসুফ নামের এই মামলার এক আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০১৩ সালের ৮ নভেম্বর রাতে সীতাকুণ্ডের ঢালিপাড়া এলাকায় মোস্তফা সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়িতে আগুন দেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকায় বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেছিলেন।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলায় ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আসলাম চৌধুরীসহ ৫১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রায় সাত বছর ধরে কারাবন্দি আসলাম চৌধুরী ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে গ্রেফতার হয়েছিলেন। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে ‘বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।

রাষ্ট্রদ্রোহ-নাশকতাসহ আসলাম চৌধুরীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা আছে।  এর মধ্যে অন্তঃত চারটি মামলায় তার বিচার চলছে।