গাবতলী থেকে বিএনপির আমানকে তুলে নিয়ে গেল পুলিশ

পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীরা। পুলিশের বিপুলসংখ্যক সদস্যও সতর্ক অবস্থানে রয়েছে।

গাবতলী থেকে সাত বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা-কর্মী সকাল ১১টার দিকে গাবতলীর হোটেল ইসলামিয়া সংলগ্ন খালেক এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে আসেন। এ সময় পুলিশ চারপাশ দিয়ে তাঁদের ঘিরে ধরে। ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরাও এ সময় শোডাউন দেয়।

আমান উল্লাহ আমানের চারপাশ থেকে সাত নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। বেলা পৌনে ১২টার দিকে গাবতলী সড়কে আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ধরে একটি ভ্যানে করে নিয়ে যায়।

ডিএমপির মিরপুরের এডিসি নাজমুল ফিরোজ জানান, আমান উল্লাহ আমানকে হাসপাতালে পাঠানো হয়েছে।