গাড়ির সাথে বান্ধে আমাগোসহ জ্বালায় দিক’

‘আমাগো পেটনীতি! কাম করলে টাকা পাবো। বাজার করতে পারবো। কাম না করলে পেটে ভাত যাবে না। সেই ১০টা থেকে রাস্তায় বসে আসি। এভাবে না রেখে গাড়ির সাথে বান্ধে আমাগোসহ জ্বালায় দিক।’

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা কাজলা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন। রাস্তা অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

সেই দীর্ঘ সারির গাড়ির লাইনে পড়েছে মহিবুর রহমানের মিনি ট্রাক। দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে গন্তব্যে পৌঁছাতে না পেরে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

মহিবুর বলেন, ‘কেরানীগঞ্জ থেকে কেমিক্যাল নিয়ে রায়েরবাগ যাবো। কাজলা এসে আটকা পড়েছি। আর কতক্ষণ অপেক্ষা করব? কখন যেতে পারব ঠিক নাই। ঠিকমত না যেতে পারলে মহাজন গালিগালাজ করবে। অনেক অনুরোধ করেছি ছেড়ে দিতে। উল্টো লাঠি দিয়ে ভয় দেখায়।’

তিনি আরো বলেন, ‘আমি গরিব মানুষ। এজন্যই তো ট্রাক চালাই। আমাদের পেট নীতি। কাম করলে টাকা পাবো। বাজার করত পারব। কাম না করলে পেটে ভাত যাবে না। কেউ তো আর খাবার কিনে দিবে না।’

মহিবুরের ট্রাকের মতো শত শত যানবাহন অবরোধে আটকা পড়েছে ব্যস্ততম এ সড়কে। অ্যাম্বুলেন্স, সাংবাদিক, অতি প্রয়োজনীয় কাজের লোক ছাড়া আর কাউকে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না কোটা আন্দোলনকারীরা।