গাজীপুর-৬ সংসদীয় আসনের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে গাজীপুর মহানগরের পূবাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঐতিহাসিক মীরের বাজার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজারো মানুষ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল টঙ্গী-ঘোড়াশাল সড়ক প্রদক্ষিণ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে। সমাবেশে বক্তারা বলেন,গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আমরা সিটির মানুষ, সিটিতেই থাকতে চাই—গ্রামে ফিরতে চাই না। উন্নয়নের পথে হাঁটা মানুষ কখনো পিছিয়ে যেতে পারে না। তারা আরও জানান,এ সমাবেশ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; এটি সাধারণ মানুষের সুধী সমাবেশ। আমরা শুধু আমাদের মনের কথা মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজীপুর-৬ আসন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র বা বিলম্বের চেষ্টা হয়, তবে পূবাইলবাসী সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আয়োজন করে পূবাইলের ৩৯, ৪০ ও ৪২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে গঠিত “আসন বাঁচাও সংগ্রাম কমিটি”।