গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগরের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসানের উদ্যোগে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় গাজীপুরের পূবাইল মীরের বাজার এলাকায় এক বিশাল নির্বাচনী ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, পূবাইল থানা ও ৪২ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
বক্তৃতায় মোঃ খায়রুল হাসান বলেন, “দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধকে ভিত্তি করেই আমাদের রাজনীতি পরিচালিত হবে। জনগণ যেন সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই আমাদের মূল লক্ষ্য। উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে পূবাইল ও কালিগঞ্জসহ গাজীপুর-৫ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের টেকসই উদ্যোগ নেওয়া হবে।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মোঃ খায়রুল হাসান একজন নীতিবান ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং জনগণের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
এসময় উপস্থিত সাধারণ মানুষও তার প্রার্থীতাকে স্বাগত জানিয়ে সমর্থন প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভা শেষে দেশ ও জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া করা হয়।