গাজীপুর সদরের মির্জাপুরে নৌকা প্রতীকের পথসভা

গাজীপুর প্রতিনিধি:

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠছে গাজীপুর- ৩ আসনের নির্বাচনি এলাকা। ভোটারদের দারে দারে ঘুরছেন প্রার্থী ও সমর্থকরা।

গাজীপুর- ৩ আসনের নৌকা প্রতিকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি পর্যায়ক্রমে ঘুরছেন বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া ও মহল্লায়।

২০ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর তালতলি, শিকদার মার্কেট, বিকে বাড়ী স্কুল, ডগড়ি, নয়াপাড়া, হাফডগড়ি, পাইনসাইল, মির্জাপুর বাজার, আঙ্গুটিয়াচালা স্কুল মাঠ, কাইনজানুল বাজারে নির্বাচনি পথসভা করেছেন রুমানা আলী টুসি।

পথ সভায় বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী কাজ করছেন। আমি আপনাদের কাছে ওনার জন‍্য দোয়া চেয়ে জানুয়ারির ৭ তারিখে নৌকা প্রতিকে ভোট চাই। যাতে করে আওয়ামীলীগ সরকার পূনরায় ক্ষমতায় আসতে পারে।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই এই দেশের উন্নয়নের কাজ হয়।

পথ সভায় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. রিনা পারভীন, সাবেক সধারণ সম্পাদক বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের শফিকুল ইসলাম শফি, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর আহবায়ক এনামুল হক, পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন, গাজীপুর সদর উপজেলা মহিলা লীগের সভাপতি রুবিনা সুলতানা, ৪ নং ওয়ার্ডের সভাপতি মজিবুর রহমান মেম্বার, সধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।