সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ২ নং ওয়ার্ড নাগরি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নাগরী ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি এ কে, এম, ফজলুল হক মিলন আরও উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলার সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বেনজির আহমেদ সরকার,পূবাইল থানা বিএনপির সভাপতি,মনির হোসেন বকুল,
নাগরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,রহিম সরকার,নাগরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হূমায়ন সরকার, বিএনপি নেতা ফারুক, স্বেচ্ছাসেবকদল নেতা জাহাঙ্গীর, ,২ নং ওয়ার্ড সভাপতি আতিক,পুবাইল থানা যুবদল নেতা হাবিবুল্লাহ হাবিব, আজমেরী খান, বিএনপি নেতা,আফজাল, প্রমুখ,
এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।