গাজীপুর কাপাসিয়া সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে এক বৃদ্ধকে বাঁচানোর চেষ্টায় বাইক চালক নিহত হয়েছে। নিহত বাইক চালক হারুন (৪০) কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের হাসান আলীর ছেলে।

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ার মিয়ার বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এক বৃদ্ধাকে বাচানোর চেষ্টায় বাইক চালক নিহত হয়েছেন।

মিয়ার বাজার সমিতি’র সভাপতি আলী হোসেন চৌধুরী রকজু মিয়া জানান, নিহত হারুন মিয়া বাড়ি হইতে কাপাসিয়া যাচ্ছিলো। তার গতিবেগ ৫০ এর বেশি ছিলো। সে নিয়ন্ত্রণ হারিয়ে রাশিদ নামে একজনকে বাইক চাপা দেয়। এতে দু’জনেই গুরতর আহত হয়। হারুন ঘটনাস্থলে মারা যায়। আহতকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।

কাপাসিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ম্যাডিক্যাল অফিসার জানান, আহত রাশিদ নামক একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।