গাজীপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টায় গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন তারা। পরিদর্শনের সময় তারা কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে এ প্রতিনিধি দলে কারা ছিলেন তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি। এদিকে, রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর ভিকারুননিসা নূন কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন চীন, মরিশাস ও উজবেকিস্তানের পাঁচ পর্যবেক্ষক। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছে যুক্তরাষ্ট্র, নরওয়ে ও অস্ট্রেলিয়ার তিন জনের একটি দল। ফিলিস্তিনের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে দেশটির পর্যবেক্ষক দল। ঢাকা কলেজ, তেজগাঁও কলেজসহ রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন কমনওয়েলথের পর্যবেক্ষকরা। এ দলের নেতৃত্ব দিচ্ছেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরেট ব্রুজ। রাজধানীর ভিকারুননিসা কেন্দ্র পর্যবেক্ষণ শেষে যুক্তরাজ্যের সংসদ মার্টিন ডে বলেন, ভোটার উপস্থিতি যথেষ্ট না হলেও ভোটের পরিবেশ ভালো। সকাল ১১টায় এই কেন্দ্রে যান মার্কিন ও জাপানিজ তিন পর্যবেক্ষক। এ সময় পর্যবেক্ষকরা বলেন, অবাধ ও সুষ্ঠুভাবেই চলছে ভোটগ্রহণ।