গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক ও নারী যাত্রী নিহত

গাজীপুরে একটি পিকআপ ভ্যানের চাপায় একটি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পাকিস্তান গার্মেন্টসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, দক্ষিণ সালনা এলাকার অটোরিকশা চালক এমদাদুল হক (৪০) ও একজন অজ্ঞাত পরিচয় নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের এ অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক এমদাদুল হক ও ওই নারী যাত্রী মারা যান। স্থানীয় বাসিন্দারা সাহসী ভূমিকা পালন করে আহত চারজনকে উদ্ধার করে নিকটস্থ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহতদের এক স্বজন জানান, সকালে কর্মস্থলের উদ্দেশ্যে তারা অটোরিকশাযোগে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। এমন হঠাৎ দুর্ঘটনা তাদের পরিবারকে মর্মাহত করেছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকারী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তাকে আটক ও ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।