গাজীপুরে নৌকা প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মোজাহিদ, (শ্রীপুর প্রতিনিধি):

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন গাজীপুর ৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপিক রুমানা আলী টুসি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধনুয়া হাজী প্রি ক্যাডেট স্কুল মাঠে, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা উমর ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাজীপুর ৩ আসনের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি এমপি প্রার্থী হয়েছি, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী আপনাদের মহা মূলবান ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, শ্রীপুর পৌরসভা মেয়র আনিসুল রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জলিল, ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর, গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মঞ্জু ,গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, গাজীপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি আজাহার আলী, গাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকরাম হোসেন কাজল, গাজীপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রোমাজুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন গাজীপুর ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।