গাজীপুরে ঢাকার টাইম’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরে দৈনিক ঢাকার টাইম’র (অনলাইন) ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পর্দাপন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল এন্টারপ্রাইজ এর অফিস কক্ষে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবর পত্রের রিপোর্টার মোঃ ফরিদুল ইসলাম খান।

ঢাকার টাইম’র প্রধান উপদেষ্টা ও শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ ইউসুফ আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরো বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাঈম। এসময় পত্রিকার চীফ রিপোর্টার মামুন হোসেন এম.এ, দৈনিক গণতদন্ত’র রিপোর্টার ইমরান হাসান, সাপ্তাহিক সামাল’র শ্রীপুর উপজেলা প্রতিনিধি সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।