মাস্টার বাড়ী এলাকাতে।দোকানের চালে একটি যুবক (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লোকটির পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহিউদ্দিন জানান, দোকানের চালের কিছু অংশ কাটা এবং লাশের পাশে টিন কাটার কাঁচি ও প্লাস পড়ে ছিল। যুবকের দেহের কিছু অংশ চালের কাটা অংশের ভেতর ছিল। ধারণা করা হচ্ছে চালের টিন কেটে ভেতরে ঢুকতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই যুবক মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় উদঘাটন করতে ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা করছেন। যুবকের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
দোকানের মালিক মোঃ সোলায়মান জানান, পাশের বহুতল ভবন থেকে দোকানের চালে কেউ চুরি করছে এমন তথ্য জানালে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার যূবকের লাশ দেখতে পাই। পরে পুলিশে খবর জানালে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। এসময় দোকান বন্ধ ছিল। চালের নিচে লোহার নেট রয়েছে। লোহা কাটার মতো কোনো যন্ত্র না থাকায় চোরটি হয়তো তা কেটে ভেতরে ঢুকতে পারেনি।