গাজীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত ২

গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন (৫৭), পিতা-মৃত আফজাল উদ্দিন, মাতা-বিনতা বেগম, সাং-জামালপাড়া, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর থানায় দায়েরকৃত অভিযোগে জানান, একই এলাকার বিবাদী মজিবর হোসেন, কামাল হোসেন, জুয়েল, শাহিন, ইমরান, অপু, মাহবুব ইসলামসহ মোট ৮-১০ জন ব্যক্তি তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।

গত ২৮/০৬/২০২৫ তারিখ সকাল ১০টার দিকে তার নিজের বাড়ির পশ্চিম পাশে ভোগদখলীয় জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতির সময় বিবাদীরা বাঁধা দেয়। এক পর্যায়ে বিবাদীরা লাঠিসোটা, রড, টিনের কাটার ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে। এতে তার ছোট ভাই মোঃ জাহাঙ্গীর আলম (৩৯) ও মাহবুব ইসলাম (২৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, হামলার সময় হামলাকারীরা তাদের বাড়ির নির্মাণ কাজে ব্যবহৃত টিন, লোহার রডসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে এবং প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন বলেন, “আমার ভোগদখলীয় জমিতে কাজ করতে গেলে বারবার বাধা দিচ্ছে প্রতিপক্ষ। আজ তারা মারধর করেও ক্ষান্ত হয়নি। আমি আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।