গাজীপুরে গ্রেফতার মহাখালী চাঁদাবাজি মামলার প্রধান আসামি জসিম

রাজধানীর মহাখালী টিবি গেইটে ফার্মেসীতে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের ঘটনায় প্রধান আসামি মো. জসিম উদ্দিন (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (২২ আগস্ট) রাতে গাজীপুরের পূবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ শনিবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১ এর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে মহাখালী টিবি গেইট এলাকার চাঁদপুর ড্রাগ হাউজে ঢুকে এক ব্যক্তি বিক্রেতাদের অস্ত্র ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে। ঘটনার সময় ফার্মেসীর ভেতরে তিনজন কর্মচারী এবং বাইরে কয়েকজন ক্রেতা ছিলেন। প্রকাশ্যে সংঘটিত এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে পানি ব্যবসায়ী মো. জসিম উদ্দিন হিসেবে শনাক্ত করা হয়। একই দিন বনানী থানায় মামলা রুজু হলে র‌্যাব-১ এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে পূবাইল থেকে জসিমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে। সে স্বীকার করেছে, এর আগে ফার্মেসী থেকে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সহযোগীর সঙ্গে পরিকল্পনা করে পুনরায় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে টাকা আদায় করে। এরপর মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহাখালী দক্ষিণপাড়া এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে অপর সহযোগী পালিয়ে গেছে। র‌্যাব জানায়, জসিম পেশায় একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে মহাখালী-বনানী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে হত্যা, ডাকাতি ও মারামারির তিনটি মামলা রয়েছে।