গাজীপুরে কারখানা থেকে কোটি টাকার বনভূমি উদ্ধার

ঢাকা বন বিভাগের অধীন শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তার নেতৃত্বে একটি কারখানা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় সাইটালিয়া বাজার সংলগ্ন “ইলেক্ট্রিকস্ পোলস্ অ্যান্ড স্ট্রাকচারস লিমিটেড” এর সীমানাপ্রাচীর ভেঙে ২২ শতাংশ বনের জমি উদ্ধার করা হয়।

সাতখামাইর বিট কর্মকর্তা আইউব খানের নেতৃত্বে উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, গোসিঙ্গা বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম, শ্রীপুর রেঞ্জের চারজন বন প্রহরী ও সাতখামাইর বিটের তিনজন বন প্রহরী।

উদ্ধারকৃত জমি তেলিহাটি মৌজার অন্তর্ভুক্ত, যার সিএস দাগ নম্বর ৫৭৮, আরএস দাগ নম্বর ৬৮৭৪ ও ৬৮৭৭ । উদ্ধারকৃত জমির পরিমাণ ২২ শতাংশ, যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

সীমাপ্রাচীর ভেঙে জবরদখল উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, ‘গাজীপুরে অনেকগুলো কারখানা কর্তৃপক্ষ বনভূমি জবরদখল করে রেখেছে। এমন অভিযানের নজির খুবই কম। এ উদ্ধার অভিযান নিঃসন্দেহে সাহসী অভিযান। গত প্রায় ১ যুগ যাবত বনের ওই ২২ শতাংশ জমি জবরদখল করে রেখেছিল, আজ ওই বনভূমি উদ্ধার করা হয়েছে। এমন উদ্ধার অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সাতখামাইর বিট কর্মকর্তা আইউব খান বলেন, ‘সীমানাপ্রাচীর সরিয়ে বনভূমি ছেড়ে দিতে ওই কারখানার জিএম বরাবর সেপ্টেম্বর মাসের ২২ তারিখে একটি নোটিশ দিই৷ তবুও সরানো হয়নি৷ এরপর আমরা উদ্ধার অভিযানের মাধ্যমে এ বনভূমি উদ্ধার করি। আগামীকাল উদ্ধারকৃত জমিতে চারা রোপণের মাধ্যমে বনায়ন করা হবে। এছাড়াও সাতখামাইর বিটে ২০২২-২৩ অর্থ বছরে জবরদখলে থাকা ৬৩ একর বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হয়েছে। এ ধরনের জবরদখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে’।