বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রতি ষান্মাসিক সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত দায়িত্বশীল সাথীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সভাপতি ইয়াছিন আরাফাত, এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান। দিনব্যাপী এ সমাবেশে ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ সময়কালের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়। সভাপতি তার বক্তব্যে সাথীদের আদর্শিক ও চারিত্রিক দৃঢ়তার উপর গুরুত্বারোপ করে বলেন, “সাথী মানে নেতৃত্বের প্রতীক।” জেলা সেক্রেটারিও আগামীর নেতৃত্বে গাজীপুরের সাথীদের দৃঢ় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে আগামী দিনের পরিকল্পনা, পূর্বের সফল কার্যক্রম এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। মূল লক্ষ্য ছিল পারস্পরিক বন্ধন দৃঢ় করা ও সংগঠনের কাঠামোকে গতিশীল করা। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যেমন অফিস সম্পাদক জুবায়ের আকন্দ, অর্থ সম্পাদক আসাদুল্লাহ রিয়াদ, প্রচার সম্পাদক ওসামা বিন হোসাইন, সাহিত্য সম্পাদক আব্দুর রহমান রানা, মাদ্রাসা সম্পাদক আল আমিন নাঈম ও এইচ.আর.ডি সম্পাদক আনিসুর রহমান।