গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে এক স্কুলশিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের রাজিব হাসান খান শাওনের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজিব হাসানের স্ত্রী শাম্মী আক্তার দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শাম্মী আক্তার বলেন, ‌‘রাত ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের কারও মুখে মুখোশ এবং কারও মুখে কালি লাগানো ছিল। শাওনের হাত-পা বেঁধে মাথায় রামদা ধরে এবং আমাকে ও দুই সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। পরে আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা কাউকে কোনও কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়। এরপর থেকে আতঙ্কে আছি আমরা।’ মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি ডাকাতি নাকি অন্য কিছু, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’