গাজীপুরের পূবাইলে ২১০০ লিটার অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার আটক দুই

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (২০ জানুয়ারি) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেবা হোমিও ল্যাবরেটরি থেকে অবৈধ ২১০০ লিটার রেক্টিফাইড স্পিরিট সহ দুজনকে আটক করে। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদ হোসেন মিঠুন জানান,সেবা হোমিও ল্যাবরেটরি কোম্পানি অবৈধ ভাবে রেক্টিফাইড স্পিরিট মজুদ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো ।আমরা ক্রেতা সেজে এই কাজে জড়িত থাকার অভিযোগে দুজন কে আটক করার পর এই অবৈধ স্পিরিট মজুদের তথ্য বেরিয়ে আসে।এই ঘটনায় কোম্পানির দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম, কথিত হোমিও চিকিৎসক সাদেকুজ্জামান কে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গাজীপুর কোটে প্রেরণ করা হবে। উল্লেখ্য থাকে যে গত কিছুদিন আগে রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানের পর বিষক্রিয়ায় জেলাটিতে সাত জনের মৃত্যু হয় ।