গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় মোবাইল ফোন টাওয়ারের সিকিউরিটি গার্ডের হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পূবাইল থানা পুলিশ। ভিকটিম ওই গার্ডের নাম মীর আলতাব হোসেন (৬৫), সে গাজীপুর মহানগরীর ৪০ নং ওয়ার্ড এর মেঘডুবী গ্রামের মৃত মীর কাজিমুদ্দিন মাষ্টার এর ছেলে । সোমবার সকালে নগরীর মেঘডুবী ডাক্তার বাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে ভেতরে তার হাত পা বাধা মরদেহ দেখতে পায় তার ছেলে সবুজ। এর আগে মোবাইল টাওয়ার প্রতিষ্ঠানের লোকজন আলতাব কে ফোনে না পেয়ে তার ছেলেকে বিষয়টি অবগত করলে সে ঘটনাস্থলে এসে তার বাবার হাত পা বাধা মরদেহ দেখতে পায়। পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হাসান জানান, লাশ দেখে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত শেষ হলে আরো বিস্তারিত জানা যাবে,আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে।