গাজায় রাতভর ইসরায়েলের তাণ্ডব ৯১ শিশুসহ নিহতের সংখ্যা পাঁচশ অতিক্রম, লাখো ফিলিস্তিনি বাস্তুচ্যুত

অবরুদ্ধ গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই হামলায় ফিলিস্তিনের ১৫৯টি বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। আরও ১২শ’র বেশি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বাস্তুচ্যুত হয়েছে গাজার ১ লাখ ২৩ হাজার মানুষ ।

রোববার রাতের গাজা উপত্যকায় ইসরায়েলি এই হামলায় নিহতের সংখ্যা ৫০০ অতিক্রম করেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত ফিলিস্তিনিদের সংখ্যাও বেড়ে দাড়িয়েছে তিন হাজারের বেশি। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিহতদের মধ্যে ৯১ জন শিশু ও ৬১ জন নারী রয়েছে। শিশু ও নারী নিহত হওয়ার সংখ্যার এই বিষয়টি সংবাদ সংস্থা দ্য নিউ আরবও নিশ্চিত করেছে।
গাজা শহরের দক্ষিণে রাফাহ শহরে একই পরিবারের ১৯ ফিলিস্তিনিসহ ইসরায়েলি বিমান হামলায় গতকাল সোমবার কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া, উত্তর গাজার আল জাতার পাড়ায় একটি বাড়িতে আরেকটি বিমান হামলায় ৪ জন প্রাণ হারিয়েছেন। গাজা শহরের পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলায় এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজার বেইত লাহিয়াতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বিমান হামাসকে ধ্বংস করতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজা সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলের সব এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে সক্রিয় ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে। এর আগে সেনাবাহিনী বলেছিল, ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে সাত বা আট জায়গায় লড়াই চলছে।
জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থার মতে, বাড়ি এবং অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণের ফলে গাজায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনেকেই উপকূলীয় ছিটমহলের প্রায় ৬৪টি স্কুলে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় তার সর্বশেষ খবরে এমনটাই জানিয়েছে।
সূত্র: বিবিসি,আলজাজিরা