গাজায় ইসরায়েলি হামলা; নিহতের সংখ্যা বেড়ে ৪০০ দেশ বর্তমান ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর গড়িয়েছে ২৪ ঘণ্টার বেশি সময়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। হামাস যোদ্ধাদের সঙ্গে এখনো ইসরায়েলি সেনাদের লড়াই চলছে।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় এখনো সংঘাত চলছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের দখল থেকে বেশির ভাগ এলাকা মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে গাজা উপত্যকা সীমান্তসংলগ্ন এলাকাগুলোয় লড়াই চলছে।
গতকাল শনিবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস। গোষ্ঠীটির যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেন। এরপর গাজায় নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। হামাস দাবি করে, তারা অনেক ইসরায়েলি সেনাকে আটক করেছে।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা ও দক্ষিণ ইসরায়েলে ৪০০ জনের বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে তারা। অনেককে আটক করা হয়েছে। অপর দিকে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামাসের হামলায় ৪০০ এর বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া অনেক ইসরায়েলিকে আটক করেছেন হামাস যোদ্ধারা। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা যুদ্ধের মধ্যে রয়েছেন এবং হামাসের হাত থেকে ইসরায়েলি অঞ্চল ও এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের পর এবার ইসরাইলে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির যোদ্ধারা ইসরাইলি সীমান্ত এলাকায় কামান ও গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহর বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল অধিকৃত লেবাননের শেবা খামারের তিনটি অবস্থানে আক্রমণ চালিয়েছে তাদের যোদ্ধারা। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড (সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ আরও জানায়, হিজবুল্লাহ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরাইলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে এবং তার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
এর আগে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে কামানের গোলাবর্ষণ করতে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। ওই অঞ্চল থেকে আসা হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলার চালানোর কথা জানায় তেল আবিব।