গাইবান্ধায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে বাঁশহাটি থেকে তাদের আটক করা হয়।

আটক কিশোরদের বাড়ি গাইবান্ধা পৌর শহর ও আশেপাশের এলাকায়।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্টেশন চত্ত্বরের বাঁশহাটিতে হাতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুইটি গ্রুপ মারামারির প্রস্তুতি নেয়। এ সময় উভয় গ্রুপের ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন,রেলওয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়,বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মারামারির জন্য সংঘবদ্ধ হয় তারা। তাদের আটকদের বিষয়টি অভিভাবকদের জানানো হয়েছে। অভিভাবকদের নিয়ে থানায় বসে আলোচনা করা হবে। একইসঙ্গে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এমএফ