গাঁজাসহ গ্রেফতার সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া চট্টগ্রামের পতেঙ্গা থানা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মো. সোহেলকে (২৮) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু এবং সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পতেঙ্গা থানার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মো. সোহেলকে সংগঠনের সকল কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি তাকে বহিষ্কারের সুপারিশও জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ বলেন, ‘আপনাদের সহযোগিতায় সোহেলের এসব অপকর্মের বিষয়ে জানতে পেরে তাকে বহিষ্কার করেছি। সে সংগঠনের নাম বিক্রি করে অপকর্ম করতো। তাই আমাদের এ যৌথ সিদ্ধান্ত।’

খোঁজ নিয়ে জানা গেছে, মো. সোহেল ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাসান সোহেল এবং আলমগীর আলমের (লালু) অনুসারী।

এর আগে, গত ১৩ জুলাই হালিশহর থানার পতেঙ্গা হাইওয়ে টানেল সংলগ্ন পাঁকা রাস্তার পাশ থেকে ৩৯ কেজি গাঁজাসহ সোহেল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব। পরবর্তীতে তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হয় ১৬ জুলাই। এ ঘটনায় সোহেল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে র‍্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।