গত বছরের তুলনায় দেশে ডেঙ্গু রোগী বেড়েছে পাঁচগুণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গেল বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যা গত বছরের এই সময়ের তুলনায় পাঁচগুণ।

সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এ বছর ২৮ মে পর্যন্ত ১৭০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মারা গেছেন ১৩ জন। যা গত বছরের একই সময়ের চেয়ে পাঁচগুণ। সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য সিট ও ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

এসময় করোনা নিয়ন্ত্রণে তৃতীয় ও চতুর্থ বুস্টার ডোজ হিসেবে চলতি সপ্তাহ থেকেই ৩০ লাখ ভ্যাকসিন দেয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

যারা তৃতীয় ডোজ টিকা গ্রহণ করেননি, ১৮  বছরের বেশি বয়সী এমন ব্যক্তিদেরকে তৃতীয় ডোজ দেয়া হবে। এছাড়া ১৮ বছরের বয়সীদের, যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, ষাটোর্ধ্ব ব্যক্তিদেরকে চতুর্থ বুস্টার ডোজ টিকা আগে দেয়া হবে।

এর আগে রোববার (২৮ মে) অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৫৮ জন ঢাকায় এবং ৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।